মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান

অনলাইনে পোশাক বিক্রি করার সেরা উপায়মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান বর্তমান যুগে এসে মোবাইল ফোন আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। আমরা বর্তমানে মোবাইল ফোন সব ধরনের কাজে ব্যবহার করি । কিন্তু মোবাইল ফোন কিছুদিন ব্যবহার করার পরই স্লো হয়ে যায় ফাস্ট কাজ করে না।

মোবাইল-ফোন-ধীরে-চলার-কারণ-ও-সমাধানবর্তমান যুগে মোবাইল ফোন একটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কারণ বর্তমান যুগে প্রত্যেকটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকেন মোবাইল ফোনে সব ধরনের কাজ করে থাকেন। কিন্তু মোবাইল ফোনটি কিছুদিন ব্যবহার করার পরেই আর আগের মত কাজ করে না আজকে আমরা জানবো কিভাবে মোবাইল দ্রুত করা যায় নতুনের মত ফাস্ট কাজ কিভাবে করানো যায়।

পেজ সূচিপত্রঃ মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান

মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান 

বর্তমান যুগে এসে মোবাইল ফোন আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ  অংশ আমরা মোবাইল ফোনে আমাদের দৈনন্দিন জীবনে সব ধরনের কাজ করে থাকি যেমন যোগাযোগ অনলাইন ক্লাস কাজ গেম ছবি তোলা সবকিছুই এখন মোবাইল ফোনেই করে থাকি কিন্তু মোবাইল ফোন কিছুদিন ব্যবহার করলেই অনেকের ফোন ধরে চলতে শুরু করে খুলতে সময় লাগে স্ক্রল করতে সমস্যা হয় হ্যাং করে আবার কখনো কখনো হঠাৎ করে গরম হয়ে যায় এসব সমস্যার কারণে অনেকেই খুব বই বিরক্ত হন।

এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে বুঝবো মোবাইল ফোন ধরে চলার কারণগুলো ঠিক কি এবং কিভাবে খুব সহজে এগুলোর সমাধান করা যায়। স্টরেজ সমস্যা ব্র্যাকগ্রাউন্ড অ্যাপ রেম সমস্যা ভাইরাস পুরনো সফটওয়্যার বাড়ি অ্যাপস সব ধরনের কারণ একে একে বিশ্লেষণ করা হবে পাশাপাশি সমস্যার সমাধানও করা হবে অর্থাৎ এই আর্টিকেল পড়ে আপনি নিজেই সব বুঝতে পারবেন। এবং আপনার সমাধান করতে পারবেন।

আমরা অনেকেই ফোনে গেম খেলি গেম খেলার সময় আমাদের ফোন lag করে ফোন গরম হয়ে যায় তাড়াতাড়ি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এটার কারণ হলো আমাদের ফোনের ram বেশি ব্যবহার হওয়া অপ্রয়োজনীয় ফটো ভিডিও অ্যাপস ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলতে থাকা এই বিভিন্ন কারণে আমাদের ফোন সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় ফাইল ছবি ভিডিও অ্যাপস ডিলিট করে ফেলা এবং আমাদের ফোনকে ভালো রাখা।

আমরা আমাদের ফোনে অপ্রয়োজনীয় বিভিন্ন ফাইল জমা রাখি এগুলোর কারণেও আমাদের ফোন স্লো হয়ে যায় ঠিকমতো কাজ করে না গরম হয় অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় এবং আমরা আমাদের ফোনে বিভিন্ন সময় আমাদের সফটওয়্যার আপডেট দেই না সফটওয়্যার আপডেট না দিলে আমাদের ফোন ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে আমাদের ফোন গরম হয় এবং স্লো হয়ে যায় তাই আমাদের সব সময় সফটওয়্যার আপডেট দিতে হবে এবং অপ্রয়োজনীয় ফাইল অ্যাপ এগুলো ডিলিট করে ফেলতে হবে এবং স্টোরেজ ফাঁকা রাখতে হবে তাহলে আমাদের ফোন হালকা চলবে এই সমস্ত বিষয়ে আমাদের এই আর্টিকেলে ব্যাখ্যা করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বেশি চললে মোবাইল স্লো হওয়ার কারণ ও সমাধান

আমরা অনেকেই জানিনা যে অ্যাপস গুলো আমরা ব্যবহার করিনা সেগুলো ভেতর ভেতর চলতে থাকে এবং এটাই হল ব্যাকগ্রাউন্ড অ্যাপ আপনি হোম বাটন চাপলেন অ্যাপস বন্ধ হয়ে গেল আপনি মনে করলেন আসলে সেটা পুরোপুরি বন্ধ হয় না ভিতরে ভিতরে চলতে থাকে ইন্টারনেট ব্যবহার করে নোটিফিকেশন করে ডেটা ব্যবহার করে ব্যাটারি খরচ করে আর আমি ইউজ করে আরো ইত্যাদি যার মাধ্যমে আমাদের ফোন স্লো হয়ে যায়।

আমরা বিভিন্ন সময় অপ্রয়োজনীয় app চালু করে রেখে দিই যার কারণে সেই অ্যাপসটি আমরা তো কেটে দিই কিন্তু ভিতরে ভিতরে সেই অ্যাপটি কিন্তু চলতেই থাকে সেই অ্যাপটি আমাদের ফোনের ram ব্যবহার করতে থাকে যার ফলে আমাদের ফোন গরম হয় তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় ফোনটি ঠিকমতো কাজ করে না অ্যাপ ওপেন হতে দেরি করে ঠিকমতো কাজ করে না তাই আমাদের উচিত অপ্রয়োজনীয় ফাইল ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপস সমস্ত কিছু বন্ধ করে দেওয়া।

আমাদের প্রয়োজন যেগুলো সেগুলো শুধুমাত্র রাখা এবং অপ্রয়োজনীয় অ্যাপস গুলো বন্ধ রাখা এবং বড় অ্যাপস না ব্যবহার করা যেমন facebook যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফোনের জায়গা অনেক গেরবে স্টোরেজ অনেক খাবে তাই আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করেন তাহলে আপনার স্টোরেজ অনেকটাই ফাঁকা থাকবে এবং আপনার ফোন হালকা চলবে।
ফোন বেশি বেশি গরম হয় ঠিক মত কাজ করে না চার্জ অতিরিক্ত শেষ হয় স্লো চার্জ ওঠে বিভিন্ন মাধ্যমে আমাদের ফোনগুলো ধীরগতিতে চলা শুরু করছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বেশি চললে আমাদের ফোনের অনেক রকম ক্ষতি হয়ে থাকেন এর জন্য আমাদের ফোনকে নতুনের মত ফাস্ট কাজ করানোর জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করতে হবে তাহলে ram  কম ইউজ হবে তাহলে আমাদের ফোন ভালো থাকবে। তাছাড়া আমাদের ফোনে আরো অনেক রকম ভাবে ram ইউজ করে যার।

ফলে আমাদের ফোনে যদি কম ram থাকে তাহলে আমাদের ফোনটি ঠিক মত চলবে না স্লো হবে এবং চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ফোন গরম হবে তাই আমাদের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে ফেলতে হবে ফোন থেকে এবং ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ গুলো বন্ধ রাখতে হবে তাহলে আমাদের ফোন ভালো থাকবে এবং স্লো হবে না আমাদের ফোনের হিস্টরি সব সময় ফাঁকা রাখার চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডিলিট করে ফেলতে হবে তাহলে আমাদের ফোনটি হালকা চলবে।

কম RAM থাকার কারণে মোবাইল থেকে চলার সমস্যা ও সমাধান

মোবাইলে  RAM  হলো এমন একটা জায়গা যেখানে ফোনের সব চলমান কাজ সাময়িকভাবে জমা থাকে আপনি যখন facebook youtube whatsapp ক্যামেরা গেম এগুলো ব্যবহার করেন সবগুলো RAM এ জায়গা দখল করে এখন সমস্যা হলো অনেক ফোনের র‍্যাম কম থাকে যেমন 2GB বা 3GB  RAM কম থাকলে ফোন একসাথে বেশি অ্যাপ সামলাতে পারেনা মানে হলো একসাথে অনেকগুলো অ্যাপ চালানো সম্ভব হয় না ফোনের উপর অনেক চাপ পড়ে এবং র‍্যাম দখল করে  ফেলে যার কারণে ফোন স্লো হয়ে যায় ঠিকমতো কাজ করে না । যার কারনে ফোনের যেকোনো অ্যাপস ওপেন হতে সময় লাগে ফোন গরম হয় একসাথে অনেকগুলো অ্যাপ চালানো সম্ভব হয় না ব্যাটারির দ্রুত শেষ হয়ে যায় আরো ইত্যাদি সমস্যা দেখা দেয়।
মোবাইল-ফোন-ধীরে-চলার-কারণ-ও-সমাধান
দি আপনার ফোনে কম ram থাকে তাহলে আপনাকে সব সময় আপনার ফোনে কম অ্যাপ রাখতে হবে এবং অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ গুলো ডিলিট করে ফেলতে হবে কারণ আপনার ফোনে ram কম থাকার ফলে সমস্ত অ্যাপসগুলো চালাতে পারবে না স্লো হয়ে যাবে ঠিক মতো কাজ করবে না ফোন গরম হবে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে গেম খেলা যাবে না লেগ করবে।

তাই আপনাকে সবসময় অ্যাপস এর লাইট ভার্সন ইউজ করতে হবে যেমন ফেসবুক লাইট tiktok লাইট এগুলো ব্যবহার করতে হবে তাহলে আপনার ফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা থাকবে এবং ফোনও হালকা চলবে তাই আপনার ফোনকে ভালো রাখার জন্য অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপস ছবি ভিডিও সবকিছু ডিলিট করে ফেলতে হবে তাহলে আপনার ফোন হালকা চলবে অনেকের ফোনে কম ram থাকার কারণে গেম খেলা যায় না।

অনেকেই গেম খেলেন কিন্তু কম  ram থাকার কারণে গেম ঠিকমতো চলে না কারণ আপনার ফোনে অ্যাপসগুলো সামলাতে পারে না তাই গেম চলে না। ঠিকমতো গরম হয়ে যায় স্লো হয়ে যায় ঠিকমতো কাজ করে না তাই আপনার ফোনকে সুস্থ রাখতে সব সময় আপনার ফোনের স্টোরেজ ফাঁকা রাখতে হবে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে ফেলতে হবে তাহলে আপনার ফোন হালকা চলবে।

পুরনো সফটওয়্যার বা আপডেট না থাকলে মোবাইল স্লো হওয়ার কারণ ও করণীয়

মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান পুরনো সফটওয়্যার বা আপডেট না থাকলে মোবাইল ধীরে চলার একটি বড় কারণ হলো আপনার ফোনের সিস্টেম আগের নিয়মে কাজ করতে থাকে কিন্তু নতুন অ্যাপস গুলো নতুন প্রযুক্তি অনুসারে চলে পুরনো সিস্টেম নতুন অ্যাপ এর সাথে ঠিকভাবে মানে নিতে পারেনা অনেক সময় দেখা যায় মোবাইল ঠিকঠাক কাজ করছে কিন্তু অ্যাপ খোলার সময় হ্যাং করছে, স্কিন আটকিয়ে যাচ্ছে বা লোড হতে দেরি করছে।

এর মূল কারণ হলো সফটওয়্যার আপডেট না থাকা মোবাইল কোম্পানিগুলো যখন নতুন আপডেট দেয় তখন তারা বাগ ঠিক করে সিকিউরিটি শক্ত করে এবং ফোনকে আরো স্মার্ট ভাবে চলার মত করে উন্নতি করে। আপনি যদি এই আপডেট না করেন তাহলে কোন পুরনো সমস্যা গুলো নিয়েই চলতে থাকে এবং ধীরে ধীরে স্লো হতে থাকে। আমাদের ফোনে বিভিন্ন সময় আপডেট আছে কিন্তু আমরা আপডেট দেই না।

যার ফলে আমাদের ফোন স্লো হয়ে যায় কারণ ফোন কিন্তু আগের ভার্সনে চলতে থাকে পুরনো ভার্সনে কিন্তু আমাদের ফোন কে ভালো রাখার জন্য বা হালকা চালানোর জন্য অফিসিয়ালি নতুন ভার্সন লঞ্চ করে কিন্তু আমরা যদি সেই আপডেটটা না দেই তাহলে আমাদের ফোন আগের ভার্সনে চলতে থাকবে এবং আগের প্রবলেম গুলো এখনও চলতেই থাকবে তাই আমাদের উচিত সবসময় নতুন ভার্সন ব্যবহার।

করা অ্যাপ আপডেট দেওয়া সফটওয়্যার আপডেট দেওয়া তাহলে আমাদের ফোন ভালো থাকবে এবং স্লো কম হবে ঠিকঠাক মত কাজ করবে শুধুমাত্র সফটওয়্যার আপডেট দিলেই হবে না আমাদের ফোনের স্টোরে সব সময় ফাঁকা রাখতে হবে অপ্রয়োজনীয় ভিডিও ছবি ডিলিট করে ফেলতে হবে তাহলে আমাদের ফোন হালকা চলবে। এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ফোন ব্যবহার করলে সমস্যা কম হবে।

এছাড়া অনেক অ্যাপস আপডেট না থাকলে ঠিকমতো কাজ করে না। যেমন কিছুই এক নতুন ভার্সনের জন্য তৈরি হয় কিন্তু আপনার ফোন বা অ্যাপ পুরনো ভার্সনে থাকলে অ্যাপ গুলো চাপ বেশি নেই RAM বেশি খাই এবং মোবাইল স্লো করে ফেলে। আবার পুরনো সফটওয়্যার ভাইরাস এর কারণে মোবাইল ফোন কে স্লো করে । তাই সফটওয়্যার আপডেট শুধু নতুন ফিচারের জন্য নয় ফোনকে সুস্থ রাখার জন্য দরকার।

অ্যাপ ক্রাশ ও অপ্রয়োজনীয় ফাইল জমে গেলে মোবাইল ধীরে চলার সমস্যা ও সমাধান

অ্যাপ ক্রাশ এবং অপ্রয়োজনীয় ফাইল জমে খেলে মোবাইল ধীরে চলা খুব সাধারণ একটা সমস্যা। আমরা অনেক সময় ফোনে নতুন নতুন অ্যাপ ইন্সটল করি ছবি ভিডিও ডাউনলোড করা ফাইল জমে থাকে কিন্তু পরে আবার আমরা সেগুলো মুছি না এর ফলে ফোনের স্টোরেজ কমে যায় এবং RAM বেশি ইউজ হয় অ্যাপ চালাতে গেলে সিস্টেম এর কাছে সব ফাইল খুঁজে বের করা একটু সময় হয় সাপেক্ষ হয়ে যায়।

অনেক অ্যাপ ঠিকমতো লোড হয় না বা হঠাৎ বন্ধ হয়ে যায় ভিডিও লোড হতে বেশি সময় নেই গেম ল্যাক করে আরো বিভিন্ন সমস্যা ইত্যাদি এই সমস্যা সমাধানের জন্য অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডাউনলোড ফাইল মুছে দিন পুরনো অ্যাপস আনইন্সটল করুন অপ্রয়োজনীয় ফাইল ভিডিও সব ডিলেট করে দিন অ্যাপের ডাটা ক্লিয়ার করুন যার কারণে আপনার ফোনের RAM কম ব্যবহার হবে এবং ফোন হালকা চলবে এভাবেই আপনি আপনার ফোনকে আগের মত দ্রুত ওজমত হয়ে কাজ করাতে পারবেন।

এবং সমস্ত অ্যাপস গুলো আগের মত ঠিকঠাক কাজ করবে। বিভিন্ন সময় আমাদের ফোনে অনেক প্রয়োজনীয় ফাইল জমা হয়ে যায় যার ফলে আমাদের ফোনের অনেক ক্ষতি হয় কিন্তু আমরা সেটা জানি না অনেক ফাইল অপ্রয়োজনীয় apps জমা হওয়ার ফলে আমাদের ফোনের স্টোরেজ লোড হয়ে যায় যার ফলে আমাদের ফোন স্লো হয়ে যায় ঠিকমতো কাজ করে না ফোন গরম হয়ে যায় চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আমাদের সব সময় ফোনের স্টোরিস ফাঁকা রাখতে হবে।

ফোনের স্টোরিস যদি লোড হয়ে যায় তাহলে আমাদের ফোনে অনেক রকম সমস্যা দেখা দেয় ফাইল ওপেন হতে দেরি হয় অ্যাপ ওপেন হতে দেরি হয় অনেক সময় অ্যাপ ক্রাশ করে অ্যাপ ব্যবহার করতে করতে আমাদের অ্যাপ থেকে বের করে দেয় এটাকেই মূলত অ্যাপ ক্রাশ বলে এই সমস্যাটা তখন হয় যখন আমাদের ফোনের স্টোরেজ সম্পন্ন লোড হয়ে যায় যার ফলে আমাদের ফোন চাপ সামলাতে পারে না ‍ram লোড হয়ে যায়।

যার ফলে ফোন আর অ্যাপ গুলো সামলাতে পারে না যার ফলে আমাদের ফোন গরম হয় স্লো হয়ে যায় ঠিকমতো কাজ করে না তাই আমাদের ফোনকে ভালো রাখতে সব সময় প্রয়োজনীয় ফাইল অ্যাপ ভিডিও ডিলিট করে ফেলতে হবে এবং ফোনের স্টোরে সব সময় ফাঁকা রাখতে হবে তাহলে আমাদের ফোন ভালো থাকবে এবং নতুনের মত ফাস্ট কাজ করবে।

ব্যাটারি দুর্বল ও হার্ডওয়ার সমস্যা

ব্যাটারি দুর্বল বা হার্ডওয়ার সমস্যা হলে মোবাইল দিয়ে চলা খুব সাধারন একটা সমস্যা মোবাইল ফোন ধরে চলার কারণ ও সমাধান নিয়ে আমরা আলোচনা করেছি এবং ব্যাটারি দুর্বল হওয়ার কারণ বা হার্ডওয়ার সমস্যা হলে মোবাইল ধীরে চলা এ বিষয়ে ব্যাখ্যা করা হচ্ছে যখন ফোনের ব্যাটারি পুরনো হয়ে যায় বা খুব কম চার্জ ধরে রাখতে পারে তখন ফোন নিজে থেকেই কাজের গতি কে কমিয়ে দেয় কারণ ফোন চায় যে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার আগেই অ্যাপস চালু থাকুক তাই অ্যাপ খুলতে দেরি হয়।

গেম লেগ করে মাঝে মাঝে ফোন গরম হয়ে যায় হার্ডওয়ারের সমস্যা ও এভাবেই ফোনটি ধির করে যেমন প্রসেসর যদি ঠিকমতো কাজ না করে তাহলে RAM কমে যায় । স্টোরেজে কোন যদি সমস্যা থাকে তাহলে ফোন একসাথে অনেক কাজ সামলাতে পারবে না ফলে অ্যাপ হ্যাং করে ভিডিও ধীর হয়ে যায় গেম লেট হয় ফোন মাঝে মাঝে থেমে যায় বা স্কিন আটকে যায়। 
সমাধান খুব সাধারণ ব্যাটারি যদি খুব দুর্বল হয় বদলানো সবচেয়ে ভালো হার্ডওয়ারের কোন সমস্যা থাকলে সার্ভিস সেন্টারে নিয়ে দেখান ফোনের উপর খুব ভারী চাপ দেবেন না একসাথে অনেক বড় এক বা গেম চালাবেন না মাঝে মাঝে ফোন রিস্টার্ট দিলে ভালো হয় এবং ফোন হালকা থাকে এছাড়াও ফটো ভিডিও বা অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন স্টোরেজ ফ্রি রাখুন তাহলে ফোন হালকা চলবে এবং আগের মত হালকা চলবে।

ভারী অনিমেশন থিম ও ভিজুয়াল ইফেক্ট

আপনার ফোন যত সুন্দর দেখায় এর জন্য অনেক এনিমেশন থিম এবং ভিজুয়াল ইফেক্ট কাজ করছে হোম স্ক্রিন খুললে আইকন ধীরে ধীরে আছে লঞ্চার চলতে থাকে লোডিং বার লাইভ ওয়ালপেপার সবকিছু ram এবং cpu ব্যবহার করে এইসব ভিজুয়াল ফিচার ফোনকে সুন্দর দেখায় কিন্তু একই সাথে ফোনের উপর চাপক বাড়ায়। বিশেষ করে যদি আপনার ফোনের ram কম হয় বা প্রসেসর পুরনো হয় তাহলে এই ভারী এ্যানি মিশন এবং থিম ফোনকে ধির করে দেয় বা দুর্বল করে দেয় যার কারণে ফোন ধীরে কাজ করে অ্যাপ ও ওপেন হতে দেরি হয়।

ফোনের ব্যাটার শেষ করে গেম বা ভিডিও ধীর হয়ে যায় অনেক সময় ফোন হ্যাং করে বা থেমে যাই কারণ এইসব গ্রাফিক্যাল ইফেক্ট ফোনের রিসোর্স এর উপর অতিরিক্ত চাপ দেয়। এই সমস্ত ভারিয়ানি মিশন ভিজুয়াল অ্যাপ সে ইফেক্ট ব্যবহার থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ এই অ্যাডমিশন গুলো শুধুমাত্র সুন্দর্য দেখানোর জন্যই কাজ করে আমাদের ফোনে কিন্তু অনেক চাপ প্রভাব ফেলে যার ফলে আমাদের ফোন ঠিকঠাক মতো চলে না স্লো হয়ে যায় তাই আমাদের ফোন ভালো রাখার জন্য এ সমস্ত ভারিয়ানী মিশন ব্যবহার থেকে একটু ভিডিওতে থাকা উচিত।

সমাধান খুব সহজ ভারী অ্যানিমেশন কমানো লাইভ ওয়ালপেপার বন্ধ করা হালকা লঞ্চার ব্যবহার করা বা থিম সহজ রাখা এগুলো করলে ফোন অনেক দ্রুত অনুভব হয় এবং ভালোভাবে কাজ করে ডেভেলপার অপশন থেকে এনিমেশন  কমানো এতে ফোন কে কম কাজ করতে হয় এছাড়া অনেক থিম বা এনিমেশন একসাথে চালানোর পরিবর্তে দরকারি কয়েকটা রাখলে ফোন হালকা থাকে।

অর্থাৎ ফোন সুন্দর দেখাতে চাওয়া ঠিক আছে কিন্তু যেটা ফোনকে ধীর করে দিচ্ছে সেটা কমিয়ে দিলে কাজের গতি অনেক বেড়ে যায় ফলে একটা লাগানো গেম খেলা সব আগের মত হালকা হয়ে যায় এবং ফোন ব্যবহার করে আরো আনন্দদায়ক মনে হয়। আমরা আমাদের ফোনকে সুন্দর দেখানোর জন্য এই সমস্ত ভারিয়ানি মিশন গুলো ব্যবহার করে থাকি।

কিন্তু আমাদের ফোনের ram যদি কম হয় তাহলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি আমাদের ফোন গরম হবে ব্যাকগ্রাউন্ডে apps সব সময় চলতেই থাকবে যার ফলে আমাদের ফোন ঠিকমতো কাজ করবে না গরম হবে ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার হবে তাই আমাদের এই সমস্ত বাড়ি এনিমেশন ব্যবহার থেকে বিরত থাকা উচিত তাহলে আমাদের ফোন ভালো থাকবে।

ভারী বা অপটিমাইজ নয় এমন অ্যাপ

কিছু অ্যাপ আছে যাও ভারি পাওয়া ঠিক মত অপটিমাইজ নয় মানে এই অ্যাপগুলোর রিসোর্স খুব বেশি ব্যবহার করে ঠিকভাবে কোড করা হয়নি তাই ram সিপিইউ বেশি খাই যখন এই ধরনের অ্যাপ ব্যবহার করা হয় তখন ফোন ধীরে চলতে শুরু করে এবং আমরা আমাদের এই আর্টিকেলে মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান নিয়ে আলোচনা করেছি ।

অ্যাপ ওপেন করতে সময় লাগে মাঝে মাঝে হ্যাং করে ভিডিও গেম লাইক করে এমন অ্যাপ অনেকটা প্রয়োজনীয় চাপের মতো কাজ করে যেটা ফোনকে স্বাভাবিকভাবে কাজ করতে দেয় না যার কারণে ফোন গরম হয় ব্যাটারি শেষ হয়ে যায় লেগ করে বিভিন্ন সমস্যা দেখা দেয় সমাধান খুবই সহজ বাড়ি অ্যাপ কম ব্যবহার করা যেকোনো এপসের লাইট ভার্সন ব্যবহার করা অপ্রয়োজনীয় app ডিলেট করা এবং অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করা এগুলো করলে আমাদের ফোন আরো দ্রুত হয়ে যাবে।

এবং নতুন এর মত কাজ করবে তাই ফোনকে ভালো রাখার জন্য অপ্রয়োজনীয় app অপ্রয়োজনীয় ফাইল সবকিছু ডিলিট করে দিতে হবে এবং ভারী অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং লাইট অ্যাপ ব্যবহার করতে হবে যেমন ফেসবুক লাইট এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ফোন ব্যবহার করলে কোন সমস্যা হবে না। এ সমস্ত বিষয়গুলো মাথায় রাখলে আমাদের ফোন চালানো অনেক সহজ হয়ে যাবে।

এবং আমাদের ফোন হালকা চলবে স্লো হবে না আবার আমাদের উচিত সবসময় ভারী  অ্যাপ ব্যবহার থেকে বিরত থাকা ভারী আপের লাইট ভার্সন ইউজ করা এবং অপ্রয়োজনীয় app ডিলেট করে ফেলা আমরা বিভিন্ন সময় অপ্রয়োজনীয় অ্যাপ আমাদের ফোনে ডাউনলোড করে রেখে দিই যার ফলে আমাদের ফোন স্লো হয়ে যায় ফোনের স্টোরেজ লোড হয়ে যায় স্টোরেজ লোড হলে আমাদের ফোন ঠিকমতো কাজ করে না স্লো হয়ে যায়।

এবং আমাদের উচিত সবসময় ব্যবহার করা এমন অ্যাপ যেগুলো হালকা যেমন ফেসবুক লাইট টিক টক লাইট আরও ইত্যাদি এগুলো ব্যবহার ফলে আমাদের ফোন অনেক হালকা চলবে কারণ লাইট ভার্সনে ফোনের জায়গা অনেক কম ঘিরে এবং আমাদের ফোনের স্টোরিস যত বেশি ফাঁকা থাকবে আমাদের ফোন তত ভালো কাজ করবে স্টোরেজ ফাঁকা থাকলে আমাদের ফোন ফাস্ট হবে এবং নতুনের মত কাজ করবে।

নেটওয়ার্ক ইন্টারনেট ও সিস্টেম সেটিংস

নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহারে মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান আর সিস্টেম সেটিংস ঠিক না থাকলে মোবাইল ধরে চলতে পারে অনেক সময় আমরা দেখি ফোন ঠিক আছে কিন্তু অ্যাপ খোলার সময় দেরি হচ্ছে ভিডিও লোড হচ্ছে না ব্রাউজারে পেজ খুলতে সময় লাগছে এসবের আসল কারণ থাকে ইন্টারনেট স্লো বা নেটওয়ার্ক দুর্বল।

সিগন্যাল কম থাকলে ফোন সারাক্ষণ নেটওয়ার্ক খুঁজতে থাকে এতে ব্যাটারি ও খরচ হয় আর ফোনও স্লো হয়ে যায় আবার সিস্টেম সেটিংসে অটো ব্যাকআপ অটো আপডেট এগুলো সব চালু থাকলে ফোন ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করে যেমন ছবি আপলোড হচ্ছে গুগল ডাটা অ্যাপ আপডেট হচ্ছে এসব কারণে ফোনের ram আর ইন্টারনেট দুটোই ব্যস্ত থাকে।
মোবাইল-ফোন-ধীরে-চলার-কারণ-ও-সমাধান
হলে সামনে আপনি যে কাজ করছেন সেটা ঠিকমতো কাজ করে না স্লো হয় ফার্স্ট কাজ করে না। সমাধান খুব সোজা, নেটওয়ার্ক দুর্বল হলে ভালো সিগনাল আছে এমন জায়গায় যান বা রাউটার রিস্টার্ট করুন অপ্রয়োজনীয় ফাইল অটো আপডেট এগুলো বন্ধ রাখুন যেটা আছে এবার DNS MOOD ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ কম ডেটা ব্যবহার করে ওয়াইফাই বা মোবাইল ডেটার ডিএনএস ঠিক করে দিলে গতি বাড়তেও পারে এসব কাজ করলে ফোন হালকা হয়ে যায় ইন্টারনেটও ঠিকমত কাজ করে এবং মোবাইলের গতি আগের চেয়ে অনেক বাড়ে।

মোবাইল ফোন ধীরে চলার কারণ ও সমাধান শেষ কথা

মোবাইল ধীরে চলা এখন প্রায় সবারই পরিচিত সমস্যা আর এর পেছনে কারণ ও অনেক রকম হতে পারে কম র‍্যাম স্টোরেজ ভরে যাওয়া ভারী অ্যাপ ভাইরাস পুরনো সফটওয়্যার দুর্বল ব্যাটারি নেটওয়ার্ক সমস্যা বিভিন্ন কারণে মোবাইল ফোন স্লো হয়ে যায়। কিন্তু ভালো দিক হলো এই সমস্যাগুলোর সমাধান খুব সহজ আমরা যদি ফোনকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অপ্রয়োজনীয় app আর ফাইল মুছে ফেলি সফটওয়্যার আপডেট করে রাখি বাড়ি থিম বানামিশন ব্যবহার থেকে বিরত থাকি তাহলে ফোন আগের মত দ্রুত এবং হালকা চলবে।

অনেক সময় শুধুমাত্র ফোন রিস্টার্ট করলেই গতি ফিরে আসে মানে আসলে ফোনকে যত বেশি চাপ মুক্ত রাখা যায় ততই তার পারফরম্যান্স ভালো থাকে তাই মোবাইল স্লো হলে ভয় পাওয়ার কিছু নেই একটু যত্ন সামাধান কিছু সেটিংস ঠিক করলেই ফোন আবার নতুনের মত চলে এবং ব্যবহার করাও আরামদায়ক হয় এবং মোবাইল ফোন হালকা রাখার জন্য অবশ্যই পুরনো ফাইল অপ্রয়োজনীয় file apps ডিলেট করে ফেলতে হবে তাহলে ফোন হালকা চলবে। 251126

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
TrendGhor-এ কমেন্ট করুন।

TrendGhor-এ কমেন্ট করুন।